রাজিব খাঁন, ক্রাইম রিপোর্টার:
রাজশাহী জেলার উপপরিচালক স্থানীয় সরকার বিভাগের (উপসচিব) মোঃ জাকিউল ইসলাম সোমবার,১১আগস্ট) সাড়ে ১১ টায়,মোহনপুর উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শন করেন। এ সময় পরিষদের চেয়ারম্যান এর অফিস কক্ষে উন্নয়ন ও উন্নয়ন সহায়তা বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) আয়েশা সিদ্দিকা, উপজেলা কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা,মৌগাছী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাহিনুর রশিদ,
সচিব আব্দুলর রাজ্জাকসহ, ইউপি সদস্যরা, গ্রাম পুলিশেরা উপস্থিত ছিলেন।
এ সময় উপপরিচালক উপসচিব
সাধারণত ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বিশেষ করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এই পরিদর্শনের মাধ্যমে উপসচিব
ইউনিয়ন পরিষদের কার্যক্রমের অগ্রগতি, সমস্যা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা লাভ করেন। তিনি ইউনিয়ন পরিষদ পরিদর্শনের সময়, নিম্নলিখিত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। উন্নয়নমূলক কার্যক্রম:ইউনিয়ন পরিষদের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়ন পর্যবেক্ষণ করেন। পরিষদের প্রদত্ত সেবাসমূহের মান এবং জনগণের সন্তুষ্টির বিষয়গুলি পর্যবেক্ষণ করেন। বিভিন্ন রেজিস্টার ও রেকর্ডপত্র:
জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ ইত্যাদি) এবং অন্যান্য রেকর্ডপত্র পরীক্ষা
করেন। এছাড়াও, উপসচিব
অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলিও পরিদর্শন করেন যেমন - দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ বিতরণ ইত্যাদি। উপসচিব এই পরিদর্শন ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়তা দেন ইউপি প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস কে তিনি আরও বলেন আগামী দিনগুলোতে ঠিকঠাক অফিস করবেন । জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবাকে পৌঁছিয়ে দিতে হবে বলে তিনি আরও জোড়ালো সেবা প্রদানে উপস্থিত সকলকে উৎসাহ পদান করেন। পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত