ঢাকা, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

জমকালো আয়োজনের মাধ্যমে পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী নিবন্ধন অনুষ্ঠান সম্পন্ন।


প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

মো:আরিফ হোসেন,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

আগামী ২৬শে ডিসেম্বর২০২৫ পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানকে সামনে রেখে একটি জমকালো আয়োজনের মাধ্যমে নিবন্ধন অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।

গত ০৮ই আগষ্ট, শুক্রবার খালিশপুর থানাধীন পোর্ট মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানটিতে বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দসহ দূর দূরান্ত হতে আগত প্রাক্তন শিক্ষার্থীগনও উপস্থিত ছিলেন।মো:শওকত হোসেন এবং ফয়সাল আহমেদ এর সঞ্চালনায়

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।এরপরে শুভেচ্ছা বক্তব্য এবং কেক কেটে অনুষ্ঠানটির শুভউদ্বোধন ঘোষণা করা হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা বৃন্দ তাদের বক্তব্যে বিদ্যালয়ের নানান স্মৃতিচারণ করেন,তাদের মধ্যে উপস্থিত ছিলেন -শ্রদ্ধেয় দুলাল স্যার,সুলতানা ম্যাম, আলতাফ স্যার, আ:হাই স্যার,জেবুনআরা ম্যাম,আলমগীর স্যার, রশিদ স্যার, লিটন স্যার, সাথী ম্যাম এবং বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আবুল কালাম গাজী স্যার। পরবর্তীতে সকলের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রাঙ্গনে একটি চালতা গাছ রোপণ করা হয়।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক -মো:তাজাম্মাল হোসেন এর সভাপতিত্বে প্রাথমিক পর্যায়ে ১১২ জনের নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।