পবায় পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি নেতা মিলনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

রাজিব খাঁন, ক্রাইম রিপোর্টার:

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে পবা উপজেলা নওহাটা পৌরসভার বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের পৌর শাখর আহ্বায়ক

মো. মিজানুর রহমান মিলন এর সভাপতিত্বে

প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের মাসুদুর রহমান লিটন।

বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ মকবুল হোসেন,

নওহাটা পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, রাজশাহী বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওযাদুদ হাসান পিন্টু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র ও সিএনজি অটোরিক্সা মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি মাইনুল ইসলাম হারু, মহানগর কৃষক দলের সাবেক আহবায়ক সাকলাইন ইকো,

রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক ডলার,নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ সরকার, সাবেক সাধারন সম্পাদক মামনুর সরকার জেড,নওহাটা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মর্তুজা আলী, সাবেক কাউন্সিলর নাজিমুদ্দিন মোল্লা,

নওহাটা পৌর বিএনপি’র সদস্য ইফতেখারুল ইসলাম ডনি,রাজশাহী জেলা যুবদলের আলমাস আলী রেন্টু-সভাপতি মৎস্যজীবী দল নওহাটা পৌরসভা, শমসের আলী-যুগ্ম সাধারণ সম্পাদক নওহাটা পৌরসভা মৎস্যজীবী দল

এছাড়া আর উপস্থিত আছে, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের-রহমত আলী, সানোয়ার, সাজু, রাজু, রায়হান, জুয়েল, যুবনেতা-জনি , রিয়াদ, রনি, সুজনসহ, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।বর্তমানে তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন।

উপস্হিত বক্তারা দোয়া ও মিলাদ মাহফিলে মিলনের দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান তুলে ধরে বলেন, রাজশাহীর রাজনীতিতে তাঁর ত্যাগ ও নেতৃত্ব অমলিন। তাঁরা মিলনের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। বক্তারা আরও জানান, অ্যাড. মিলন শুধু বিএনপির একজন নিবেদিত নেতা নন, বরং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় একজন সংগ্রামী সৈনিক। এসময় তার শারীরিক সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। মাওলানা মো, নাদিম মাহমুদ।