নুরুল ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফর শুরু করতে আজ মালয়েশিয়ায় পৌঁছেছেন।
১১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে উপদেষ্টা ড. ইউনূস ও তার প্রতিনিধিদলকে বহনকারী একটি বাণিজ্যিক বিমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১-এ অবতরণ করে। তাদের স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল।
পরে ড. ইউনূস রয়েল মালয় মিলিটারি রেজিমেন্টের (আরএএমডি) প্রথম ব্যাটালিয়নের ২৮ সদস্যের ‘লাইন অব অনার’ পরিদর্শন করেন, যার নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহাম্মদ মাসরুর হিদায়াত মাসরি।
২০২৪ সালের অক্টোবরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের প্রতিক্রিয়ায় এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় (উইসমা পুত্রা) জানিয়েছে। সফরে ড. ইউনূসের সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।
আগামীকাল (১২ আগস্ট) পুত্রজায়ার পেরদানা পুত্রা কমপ্লেক্সে ড. ইউনূসকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে এবং এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত