সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে সাংবাদিকদের মানববন্ধন দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫ রবিউল ইসলাম, কক্সবাজার প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। শনিবার (১০ আগস্ট) সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে কক্সবাজার রিপোর্টার্স ক্লাব (ক্র্যাক)। সংগঠনের সভাপতি সাংবাদিক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও আজিম নিহাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এম এরশাদ, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার তাজুল ইসলাম পলাশ, টিটিএন সম্পাদক সৌরভ দেব, মনসুর আলম মুন্না, আবদুর রশিদ মানিক, আমিন, ইয়ার রহমান আনান, মাহবুব আলম মিনার, সরোয়ার জাহান, সানজিদুল আলম সজীব, শহিদুল কবির, শামসুল আলম শ্রাবণ, রিপনসহ আরও অনেকে। বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের আহ্বান জানান। SHARES সারাদেশ বিষয়: