জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে বসেছেন মো. আক্তারুজ্জামান সাজু নামের এক শিক্ষার্থী।
তার সঙ্গে সংহতি জানিয়ে এ সময় প্রতীকী অনশন করছেন অন্যান্য শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন সাজু।
বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ছাত্র সাজু জানান, এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার অন্যতমের একটি দাবি।
ছাত্র সংসদ হলে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করবে ন্যায্য দাবি আদায়ের প্লাটফর্ম।
গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে।
ফলে ছাত্রদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি পাবে।
তিনি আরো জানান, বিশ্বিবদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী পর্ষদ রিজেন্ট বোর্ড থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অনুমোদন করতে হবে এবং একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আকন্দ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইতো পূর্বে বিশ্ব বিদ্যালয়ে বড় করে আলোচনা সভা করা হয়েছে।
বিষয়টি আরো উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত