স্টাফ রিপোর্টারঃ
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন মালয়েশিয়া সফরে অভিবাসন খাত ও বিনিয়োগ প্রধান অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামীকাল সোমবার (১১ আগস্ট) থেকে ১৩ আগস্ট পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা। সফরে একাধিক সমঝোতা স্মারক (MoU) সই হবে এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।
অভিবাসন খাতে গুরুত্ব
প্রেস সচিব বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। “আমরা চাই মালয়েশিয়া আমাদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি নিক। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে।”
বিনিয়োগ ও ব্যবসায়িক বৈঠক
১২ আগস্ট একটি বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (UKM) প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম উপস্থিত থাকার কথা রয়েছে। একই দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
সফরসূচি ও প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টার সফরে সঙ্গে থাকবেন—
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফওজুল কবির খান
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান
আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী
বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন
১১ আগস্ট প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানাবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল।
সম্ভাব্য সমঝোতা স্মারক
সফরে সম্ভাব্য যেসব MoU সই হতে পারে:
প্রতিরক্ষা সহযোগিতা
জ্বালানি খাতে এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো নির্মাণ
বিআইআইএসএস ও আইএসআইএস মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা
বিএমসিসিআই ও চিপ নির্মাতা মিমোস-এর মধ্যে চুক্তি
এফবিসিসিআই ও মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে সমঝোতা।
এছাড়া সম্ভাব্য এক্সচেঞ্জ নোটগুলো হলো— হালাল ইকোসিস্টেম, ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, এবং উচ্চশিক্ষা খাতে অংশীদারিত্ব।
প্রবাসী ও দ্বিপাক্ষিক বাণিজ্য
দ্বিপাক্ষিক বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন কর্মী নিয়োগ, অধিক সংখ্যক পেশাদার নিয়োগ, শ্রমিকদের সুযোগ-সুবিধা উন্নয়ন, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি খাতে সহযোগিতা এবং বাণিজ্য সম্পর্ক জোরদার—এসব বিষয় আলোচনায় অগ্রাধিকার পাবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম প্রথম কোনো দেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত