গাজীপুর সাংবাদিক হত্যার প্রতিবাদে ডামুড্যা সাংবাদিকদের মানববন্ধন। দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫ শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরে সাংবদিক আসদুজ্জামান তুহিন কে প্রকাশ্য হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (১০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনের ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও নড়িয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল খালেক ইমন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নয়ন দাস, এইচ ডি টেলিভিশনের প্রতিনিধি মতিউর রহমান, ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কালাম সরদার, আমার সংবাদের প্রতিনিধি শফিকুল ইসলাম সোহেল, চ্যানেল এস টেলিভিশনের প্রতিনিধি সোহেল রানা, বার্তা বাজারের প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়, দেশ প্রতিদিন এর প্রতিনিধি আক্তার হোসেন, সাংবাদিক মোঃ সোহেল, দৈনিক মাতৃজগতের প্রতিনিধি আবু আলম, তুষার শিকদার সহ উপজেলার কর্মরত সাংবাদিকরা। এছাড়া মানববন্ধনে অংশ নেন, যুব অধিকার পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক মহিউদ্দিন, এনসিপির যুগ্ন সমন্বয়ক ফয়সাল হোসেন, ছাত্র প্রতিনিধি মাহবুবুর আলম জয়। অনুষ্ঠান পরিচালনা করে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন। ডামুড্যা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন, উপজেলা কর্মরত সাংবাদিক ও সকল শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দাবি করেন, বিগত সরকারের আমলে সাংবাদিকরা সবসময় নির্যাতিত ছিল। এখনও সে নির্যাতন অব্যাহত রয়েছে। সাংবাদিক সুরক্ষার জন্য কঠোর আইন বাস্তবায়ন ও এর বিচার জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করে যাতে দ্রুত ট্রাইবোনের মাধ্যমে বিচার সম্পূর্ণ করা যায়। সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র যদি দিতে ব্যর্থ হয় তাহলে দিন দিন সাংবাদিকতা থেকে মেধাবী তরুন মুখ ফিরিয়ে নেবে। SHARES সারা বাংলা বিষয়: