টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল পৌরসভার সিইও আনিসুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুছ সাকিব,বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয়, বাল্য বিবাহ প্রতিরোধ এবং শহরের যানযট নিরসনকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।