আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
যশোর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল এবং তারা ক্ষমতায় থাকুক বা না থাকুক, সব সময় জনগণের পাশে থাকে। এটাই বিএনপির রাজনৈতিক ঐতিহ্য। তিনি বলেন, বিএনপি দেশের সকল ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনে বিশ্বাসী। তারা ধর্মহীনতা প্রতিষ্ঠা করতে চায় না। নার্গিস বেগম হুঁশিয়ার করে দেন, যারা ধর্মের কথা বলে ভয় দেখিয়ে বা বিভেদ তৈরি করে, তাদের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন।
তিনি আরো বলেন, বিএনপি সবসময় জনগণের মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন। অতীতে শেখ হাসিনা বন্দুকের জোরে জনগণের এই স্বাধীনতা হরণ করেছিল। বিএনপি এক যুগেরও বেশি সময় ধরে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আন্দোলন করে আসছে। শনিবার (৯ আগস্ট) যশোর সদর নগর মহিলা দলের ৬ নং ওয়ার্ড আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।যশোর শংকরপুর সার গোডাউন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে নার্গিস বেগম বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালা বদলে বিশ্বাসী এবং তাই তারা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছেন। এর মাধ্যমে জনগণ নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবে আশা করি।
বিএনপি সবসময় দেশকে নিরাপদ রাখতে চায়। যারা পলাতক শেখ হাসিনা কে আশ্রয় দিয়েছেন, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। তিনি মনে করিয়ে দেন, অতীতেও তারা বন্ধুর ছদ্মবেশে বাংলাদেশ কে শোষণ করেছেন। তাই এই বিষয়ে সকল কে সজাগ থাকতে হবে। তিনি দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান, কারণ তারা বিভেদ তৈরি করে আবারও ক্ষমতায় আসতে চায়।
নারী নেত্রী আলম আরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, নগর বিএনপির ৬ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। সমাবেশটি পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত