গাজীপুরে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

জয়পুরহাট প্রতিনিধিঃ 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড ও সাংবাদিক আনোয়ার হোসেনকে মারাত্মকভাবে আহত করার ঘটনার বিচার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে “সাংবাদিক হত্যার বিচার চাই, সাংবাদিকদের নিরাপত্তা চাই” স্লোগানে এ কর্মসূচি পালন করা হয়।

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যমুনা টেলিভিশনের আব্দুল আলিম, দৈনিক আমার দেশ পত্রিকার নজরুল ইসলাম, সাহাবুদ্দিন প্রমুখ।

বক্তারা এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচিতে জয়পুরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন