সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৫ মনোয়ারুল আলম, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফঁাসির দাবিতে গফরগাঁও উপজেলা প্রেসক্লাব মানববন্ধন ও বিক্ষোভ, পালন করেছে। শনিবার (৯,আগষ্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা গফরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন,গাজীপুরের সাংবাদিক তুহীনকে প্রকাশ্যে হত্যা করার এই দৃশ্য আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানায়। গফরগাঁও উপজেলা প্রেসক্লাব সাংবাদিক সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অপরাধের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানায় তারা। বক্তারা বলেন,হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সেটা হবে ভবিষ্যতে মেধাবী সাংবাদিক তৈরীর প্রধান অন্তরায়। এ সময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ছিনতাইকারী চক্রের মদদদাতাদেরও চিহ্নিত করার দাবি তোলেন এবং সাংবাদিকের স্বাধীন মত প্রকাশে নিরাপত্তা নিশ্চিত করার বিধান রেখে সরকারকে আইন প্রণয়নের দাবি জানান। গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আয়নাল ইসলাম এর সভাপতিত্বে- উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় , বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য দৈনিক মানবজমিন এর গফরগাঁও প্রতিনিধি মাসুদ পারভেজ।ময়মনসিংহে বিভাগীয় হিউম্যান এড মানবাধিকার সংগঠনের সভাপতি,বেলাল আহমেদ সরকার,দৈনিক আজকের প্রভাত, গফরগাঁও প্রতিনিধি, আশরাফুল আলম মামুন , দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি, হানিফ খান, উপজেলা প্রেস ক্লাবের সদস্য, আমিনুল ইসলাম চঞ্চল, জনতার নিঃশ্বাস জেলা প্রতিনিধ আরিফুল ইসলাম, আরিফ , দৈনিক চৌকস পত্রিকার প্রতিনিধি, মনোয়ারুল আলম, উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক,প্রফেসর নুরুজ্জামান,প্রফেসর সাংবাদিক, প্রফেসর আব্দুল্লাহ হীল আহাদ ,উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুল হালিম, প্রেস ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক, তানিয়া আক্তার, উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ঢালি সহ প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। SHARES সারাদেশ বিষয়: