সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা চত্বরে স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার না হলে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত সকল আসামির দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সমকালের প্রতিনিধি সাব্বির হাসান, দৈনিক মানবজমিনের প্রতিনিধি শিমুল তালুকদার, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আবুল বাসার মিয়া, দৈনিক দিনকালের প্রতিনিধি সাঈদুর রহমান লাভলু, এশিয়ান টেলিভিশনের সদরপুর প্রতিনিধি তানভীর তুহিনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা সুরক্ষিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত