সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রেস সচিব আলম দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ চৌকস নিউজ ডেস্কঃ অধীনে সাংবাদিকদের অধিকারের বিষয়ে চলমান বিতর্ক ও সমালোচনার প্রেক্ষিতে প্রেস সচিব শফিকুল আলম একগুচ্ছ গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সম্পাদনা ও করপোরেট কৌশলগত পুনর্বিন্যাসের কারণে, সরকার কর্তৃক নয়। তিনি বলেন, “এগুলো অন্তর্বর্তী সরকারের কোনো নির্দেশ বা চাপ নয়, বরং গণমাধ্যম প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবসায়িক ও রাজনৈতিক কৌশলের প্রতিফলন।” ❝সাংবাদিক সুরক্ষা আইন❞-এর প্রস্তাব সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে আলম উল্লেখ করেন, নতুন ‘সাংবাদিক সুরক্ষা আইন’ তৈরির প্রস্তাব ইতোমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই আইনের লক্ষ্য হবে সাংবাদিকদের আইনি সুরক্ষা বাড়ানো এবং ভয়ভিত্তিক স্ব-সেন্সরশিপ কমিয়ে একটি মুক্ত ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। তিনি বলেন, “সরকার প্রস্তাবিত আইনটি জারি করার কথা বিবেচনা করছে।” সাংবাদিকদের নিরাপত্তা একটি পারস্পরিক দায়িত্ব আলম জোর দিয়ে বলেন, “নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, গণমাধ্যম মালিক, প্রতিষ্ঠান এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সম্মিলিত দায়িত্ব।” তিনি আরও বলেন, “আমরা সাংবাদিকসহ সকল নাগরিকের শারীরিক নিরাপত্তা এবং মর্যাদার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।” নোয়াবকে আত্মসমালোচনার আহ্বান গণমাধ্যম মালিকদের সংগঠন নোয়াবের (নিউস্পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাম্প্রতিক বিবৃতির জবাবে আলম বলেন, “তাদের দোষারোপের আগে নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতি ও সদস্যদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা উচিত।” তিনি সাংবাদিকদের সঙ্গে মজুরি শোষণ, শ্রম অধিকার অস্বীকার, প্রতিকূল পরিবেশে কাজ এবং অসহনীয় কর্মপরিবেশ নিয়ে নানা অভিযোগের কথা তুলে ধরেন। মতপ্রকাশের স্বাধীনতা শুধু স্লোগান নয় আলম স্পষ্ট করেন, “মতপ্রকাশের স্বাধীনতা আমাদের কাছে কেবল একটি স্লোগান নয়; এটি এমন একটি নীতি, যা আমরা মেনে চলি।” তিনি বলেন, নোয়াবের উদ্বেগগুলো যদি তথ্যভিত্তিক ও সুনির্দিষ্ট পক্ষকে লক্ষ্য করে তৈরি হয়, তবে সরকার তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। সংবাদের স্বাধীনতার নামে বিভ্রান্তি নয় সংবাদমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “ঘটনার ত্রুটিপূর্ণ ব্যাখ্যার ভিত্তিতে করা অভিযোগ সংবাদপত্রের স্বাধীনতাকে এগিয়ে নেয় না, বরং বাস্তব সমস্যাগুলো থেকে মনোযোগ সরিয়ে দেয়।” SHARES জাতীয় বিষয়: