মোঃ রাজীব খাঁন, ক্রাইম রিপোর্টার:
রাজশাহীর মোহনপুর উপজেলায় সংঘবদ্ধ ডাকাতদল দেশ কোল্ড স্টোরে হানা দিয়ে প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার মালামাল লুট করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে উপজেলার বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত ২০ থেকে ২৫ জনের একটি ডাকাতদল রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত দেশ কোল্ড স্টোরে ঢুকে পড়ে। ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্টোরে প্রবেশ করে নিরাপত্তাকর্মী ও লেবারদের হাত-পা বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
পরিকল্পিতভাবে ডাকাত দল কোল্ড স্টোরের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেয়। তারা লুট করে—
৩টি জেনারেটর, ৩টি ইউপিএস, পাওয়ার ট্রান্সফরমারের ৩৫ ফুট সংযোগ তার, ৩৬টি তিন ফুট লম্বা তামার বার, ৫টি সাবমারসিবল পাম্প, ৩টি ব্যাটারি, এসি মেশিন, অফিস কক্ষ থেকে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা নগদ অর্থ । সব মালামাল দুটি মিনি ট্রাকে করে নিয়ে যায় ডাকাত দল। ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, “রাত ১টা থেকে ৪টার মধ্যে কোনো একসময় এই ঘটনা ঘটে। ডাকাত দল শ্রমিকদের জিম্মি করে ভিতরে প্রবেশ করে। বর্তমানে তদন্ত কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং লুণ্ঠিত মালামালও উদ্ধার করা যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং কোল্ড স্টোরসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত