ঘাটাইলে বিএনপির দুই গ্রুপের আলোচনা সভা ও বিজয় র্যালী অনুষ্ঠিত। দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৫ সাগর আহমেদ, ঘাটাইল প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে ৫আগষ্ট (মঙ্গলবার) ২০২৪ সালে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদ পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র্যালী করেছে উপজেলা নিএনপি। এ উপলক্ষে উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের (একাংশের) নেতাকর্মীদের অংশগ্রহণে সকাল ১১টায় পৌর এলাকার হাই স্কুল মাঠ প্রাঙ্গন থেকে একটি বিজয় র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে জুলাই শহীদের স্বরণে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এর আগে হাই স্কুল মাঠ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্রনেতা মোঃ শামিম, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন প্রমূখ। অপর দিকে বিকাল ৪টায় পৌর এলাকার একই স্থান থেকে উপজেলা বিএনপির বর্তমান কমিটির আরেকটি বিজয় র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ঘাটাইল শহর। এর আগে পৌরসভার হাই স্কুল মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনিষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এডভোকেট এস, এম ওবায়দুল হক নাসির। এসময়ে আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দিঘলকান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন, প্রচার সম্পাদক মোঃ সুলতান, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম রেজা, পৌর বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সারোয়ার জাহান কলি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দীন রনিসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। SHARES প্রচ্ছদ বিষয়: