মোঃ আব্দুল্লাহ, ষ্টাফ রিপোর্টার, খুলনাঃ
খুলনা শহরের সঙ্গীতা মোড়ে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শেখ শাহাদাত হোসেন (৪৫) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নি-হ-ত শাহাদাত শেখপাড়া তেতুলতলা এলাকার বাসিন্দা এবং শেখ এজাহারুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সঙ্গীতা সিনেমা হলের পাশে তাকে ঘিরে ধরে সন্ত্রাসীরা প্রথমে কুপিয়ে আহত করে, এরপর পরপর কয়েক রাউন্ড গু*লি ছোঁড়ে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ-ত ঘোষণা করেন।
শাহাদাত হোসেনের শরীরে তিনটি গুলিবি*দ্ধ হয়—একটি বুকে, একটি পেটে এবং আরেকটি কাঁধে।
নি-হ-তের লাশ খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। হত্যাকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত