সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: শাহজাদা মিয়া


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, “বিএনপি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, একটি গ্রহণযোগ্য নির্বাচনই গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেবে।”
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানে চাঁদাবাজ, দখলবাজ বা সন্ত্রাসীদের কোনো স্থান নেই। গত ১৬ বছর ধরে বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছে। আমাদের বহু নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত, অনেকেই গুম-খুনের শিকার হয়েছেন।”
নেতাকর্মীদের উদ্দেশে শাহজাদা মিয়া বলেন, “বর্তমান ফ্যাসিস্ট সরকারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত। এই অবস্থায় আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না।”
সভাপতিত্বে ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর।
উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুবদল নেতা মুন্সী ইসারত, শ্রমিক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান নূরসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।