ঢাকা, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করল কালাই উপজেলা প্রশাসন


প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ রিতা আক্তারের আত্মত্যাগ স্মরণে তাঁর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। এ সময় শহীদ রিতার পরিবার ও স্বজনরাও উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে আরও অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাহিদ নাজনীন ডেইজি, ওসি জাহিদ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ারুল হাসান ও জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে শহীদ রিতাসহ ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে পুনট বাজারে ভ্যানচালকদের মাঝে ছাতা বিতরণ করে উপজেলা প্রশাসন ও পৌরসভা।

ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, “রিতার আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসেনানী। দেশ তাঁকে জাতীয় বীর হিসেবে স্মরণ করবে।”

প্রসঙ্গত, শহীদ রিতা আক্তার তালখুর গ্রামের আশরাফ আলীর কন্যা ও ঢাকার দুয়ারীপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। গত বছরের ৫ আগস্ট মিরপুর-২ এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন।