শাহিন আহমেদ,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ
চট্টগ্রাম নগরীর অভিজাত চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে দেশের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম. হারুন-অর-রশিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (৪ই আগস্ট )সোমবার বেলা ১১টার দিকে ক্লাবের ৩০৮ নম্বর কক্ষ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন জানান, রোববার বিকেলে হারুন-অর-রশিদ ক্লাবটিতে উঠেন। পরদিন সকালে দীর্ঘ সময় ধরে সাড়া না পেয়ে ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দরজা ভেঙে কক্ষের ভেতরে তার মরদেহ দেখতে পায়।
মরদেহটি বর্তমানে চট্টগ্রাম ক্লাবে রয়েছে এবং পরিবারের সদস্যদের উপস্থিতির পর আনুষ্ঠানিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, সাবেক এই সেনা কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ ১৯৭০ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। পরে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে ২০০০ সালের ২৪ ডিসেম্বর তিনি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বকালীন সময়ে পার্বত্য চট্টগ্রামে অপহরণ ইস্যুতে সেনাবাহিনীর ভূমিকা তার অধীনেই ছিল।
অবসরের পর তিনি ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। একসময় ডেসটিনি গ্রুপের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি কারাগারে যান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তিনি জামিনে মুক্ত হন।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সেনাবাহিনী, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা পরিবার ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে দেশের এক অধ্যায়ের অবসান ঘটল বলে মন্তব্য করেছেন অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত