লালপুরে সেনা অভিযানে ৩৪২ পিস ইয়াবাসহ ২ ভাই আটক

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধিঃ

লালপুর উপজেলার আব্দুলপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।এ সময় মাদক কারবারে জড়িত রাজন ও সুমন নামে ২ ভাইকে আটক করে সেনাবাহিনী।অভিযানে অভিযুক্তদের বাড়ি তল্লাশি করে ৩৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক রাজন ও সুমন ঐ এলাকার হান্নান প্রামানিকের ছেলে।দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে তারা পরিচিত বলে জানা গেছে।

সোমবার (৪ আগস্ট) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।অভিযানে তল্লাশি ও তথ্য যাচাই শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।