লালপুরে সেনা অভিযানে ৩৪২ পিস ইয়াবাসহ ২ ভাই আটক দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৫ হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধিঃ লালপুর উপজেলার আব্দুলপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।এ সময় মাদক কারবারে জড়িত রাজন ও সুমন নামে ২ ভাইকে আটক করে সেনাবাহিনী।অভিযানে অভিযুক্তদের বাড়ি তল্লাশি করে ৩৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক রাজন ও সুমন ঐ এলাকার হান্নান প্রামানিকের ছেলে।দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে তারা পরিচিত বলে জানা গেছে। সোমবার (৪ আগস্ট) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।অভিযানে তল্লাশি ও তথ্য যাচাই শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। SHARES অপরাধ বিষয়: