শেরপুরে “জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৫ আল-আমিন, স্টাফ রিপোর্টার, শেরপুর জেলাঃ আজ ০৪ আগস্ট, ২০২৫ তারিখ (সোমবার) মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, শেরপুর সদর, শেরপুরে আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর তরফদার মাহমুদুর রহমান। জনাব এস এম মোহাই মোনুল ইসলাম, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, শেরপুর এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ফজলুর রহমান, অধ্যক্ষ, ইদ্রিসিয়া কামিল মাদরাসা, শেরপুর সহ বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব ও আলেমগণ। আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে আলেম সমাজের নৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের গুরুত্ব তুলে ধরেন। সভায় বক্তারা জুলাই গণআন্দোলনে ধর্মীয় মূল্যবোধ ও আলেম-ওলামার সাহসী ভূমিকার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। অনুষ্ঠানে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। SHARES সারাদেশ বিষয়: