বাগেরহাটে সংসদীয় আসন বিলুপ্তির প্রস্তাবের প্রতিবাদে নানান কর্মসূচি পালন

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

আব্দুল্লাহ সরদার, ফকিরহাট প্রতিনিধি:

নির্বাচন কমিশন কর্তৃক গত বুধবার (৩০শে জুলাই) বাগেরহাটের ৪ টি সংসদীয় আসন থেকে একটি আসন কমিয়ে আনার খসড়া অনুমোদন ঘোষণা করে। এতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বুধবার রাতেই রাজপথে নেমে আসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সর্বদলীয় ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকারাম হোসেন তালিম সর্বদলীয় ঐক্য পরিষদের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। আগামী শনি ও রবিবার বাগেরহাট-খুলনা মহাসড়কের শহরের দশানী ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ করা হবে এবং রবিবার বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবাদ লিপি প্রেরণ করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শামীমুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ এইচ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ,জেলা সেক্রেটারি শেখ মোঃ ইউনুস, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস সহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

৩ আগস্ট রবিবার দুপুরে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে একটি প্রতিবাদী স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম.এ. সালাম, জামাতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এস. এম. সাদ্দাম’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এ দিকে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গত রোববার (৩ আগস্ট) খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেছে “বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি ”। বিকেল ৪টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক বাগেরহাট জেলার একটি সংসদীয় আসন বিলুপ্ত করার প্রস্তাব শুধু অনাকাঙ্ক্ষিত নয়,বরং তা জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। স্মারকলিপি প্রদান শেষে উপস্থিত নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত কোনো যৌক্তিক ভিত্তির ওপর দাঁড়িয়ে নেই।

ইতোমধ্যে জেলার সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।তারা হুঁশিয়ারি দেন-এই দাবিকে উপেক্ষা করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং তা জেলার প্রতিটি ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে।

এ সময় উপস্থিত জামায়াত ও বিএনপি সহ অন্যান্য নেতারা বলেন, আমরা বাগেরহাটের একটি আসন বাদ দেওয়ার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। এখানে কোনো মতপার্থক্য থাকবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে সোচ্চার থাকবে।