মোহনপুরে কৃষকের পটল ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা, তিন লক্ষ টাকার ক্ষতি


রাজিব খাঁন, ক্রাইম রিপোর্টার:
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের একবারপুর গ্রামে কৃষক মোঃ জনি হোসেনের (৩২) পটল ক্ষেত রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (০৩ আগস্ট) সকালে ক্ষেতে গিয়ে তিনি এই ঘটনা দেখতে পান। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।
ভুক্তভোগী জনি হোসেন মৌগাছী গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ৪৮ শতাংশ জমিতে বিভিন্ন সবজি চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন। চলতি মৌসুমে ওই জমিতে পটল চাষ করেছিলেন, যা ইতোমধ্যেই ফুল ও ফল ধরে মাচা জুড়ে ছড়িয়ে পড়েছিল। কিছু পটল বাজারজাতকরণও শুরু করেছিলেন তিনি।
জনি জানান, প্রতিদিন সকালেই তিনি ক্ষেত পরিচর্যা করেন। রবিবার সকাল ৬টার দিকে ক্ষেতের গাছগুলো শুকিয়ে যেতে দেখেন। পরে কাছে গিয়ে দেখেন, মাচার নিচে প্রতিটি পটল গাছের গোড়া কেটে ফেলা হয়েছে। দুই ভাগে ভাগ করা জমির প্রায় ৩৩ থেকে ৪০ শতাংশ পটল গাছ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে।
স্থানীয়দের মতে, এই গাছ কাটতে অন্তত এক ঘণ্টা সময় লেগে থাকতে পারে। শত্রুতামূলক কারণে অথবা এলাকার মাদকসেবীরা এই ধ্বংসাত্মক কাজ করতে পারে বলেও তারা ধারণা করছেন। তবে জনি হোসেনের কোনো স্থায়ী শত্রু নেই বলেও জানা গেছে।
অসহায় কৃষক জনি হোসেন বলেন, “সন্তানের মতো যত্ন করতাম ক্ষেতের। ফলনও ভালো হয়েছিল। এমন পরিণতি দেখে মনটা ভেঙে গেছে। যেন আমার গলায় ছুরি চালিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”
তিনি আরও জানান, তার এই ক্ষেতে প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি মোহনপুর থানায় সন্দেহভাজন একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান সাংবাদিকদের জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”