বটিয়াঘাটায় ১নং জলমা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান না থাকায় জন দুর্ভোগ চরমে দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫ মোঃসোহরাব হোসেন মুন্সী, বটিয়াঘাটা প্রতিনিধিঃ খুলনা বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব্রত মল্লিক গত ইংরেজি০৭/০৭/২০২৫ তারিখ খুলনা জিরো পয়েন্ট নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের মিছিলের মামলায় গ্রেফতার হয়।তার পর থেকে পরিষদে নাগরিক সেবা নেই বললেই চলে।ফলে বিভিন্ন সেবা নিতে চরম ভোগান্তির স্বীকার হচ্ছে সেবা গ্রহীতারা।এ বিষয় গত সপ্ততায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি জানান,বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি,আগামী সপ্তাহের মধ্যে চেয়ারম্যান না বের হলে আমরা প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেয়ার বিষয় সিদ্ধান্ত নেব।কিন্তু এ সপ্তাহ পার হলেও নিয়োগ দেয়া হয়নি কোন কর্মকর্তাকে।এবিষয়ে আবারো তার কাছে জানার জন্য বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি।ইউনিয় পরিষদের সহকারী কাম কম্পিউটার অপারেটর হাসিব নজরুল ইসলাম বলেন,আমাদের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনৈতিক মামলায় জেল হাজতে গেছেন। তার পর থেকে পরিষদে সেবার মান নাজুক,শুধু কাউন্সিলিং ছাড়া আমরা অন্য কোন সেবা দিতে পরছি না।তবে এ বিষয় আমদের প্রশাসনিক কর্মকর্তা ও আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাই।তিনি পরামর্শ দেন,সেহেতু একটা গঠনা ঘটে গেছে। সেবা দিতে পারছেন না।সেবাটা হচ্ছে কাগজে স্বাক্ষরিত কপি।একটা কাজ করেন,মানুষকে হয়রানি না করে আবেদনটি প্রকৃয়াধিন আছে এমন একটি প্রত্যায়ন দিয়ে তাদের কিছুদিন সময় নিতে বলেন।”তিনি আরো বলেন,আমরা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির নির্দেশনানুযায়ী তার কাছে ১০ /১১ পরে পরিষদের সকলে একটি সভা করে সিদ্ধান্ত নিয়ে রেজুলেশনের মাধ্যমে একটি প্রস্তাবনা পাঠাবো।”পরিষদে সেবা নিতে আসা সাইফুল আজম বলেন,”আমি জন্ম নিবন্ধনের জন্য আসছি,কিন্তু চেয়ারম্যান না থাকায় নিতে পারছি না।কারন,চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়াতো বৈধ হবে না।” প্রত্যায়ন নিতে আসা আরেক ভুক্তভোগী জানান,”আমি একটি নামের প্রত্যায়ন নিতে আসছি,চেয়ারম্যান না থাকায় আমি নিতে পারছি না, এতে আমরা ভোগান্তির স্বীকার হচ্ছি।আমরা দ্রুত একজন ভার প্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।” SHARES সারাদেশ বিষয়: