অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল ব্যুরো :
এবার টাঙ্গাইলে এক তুলা ব্যবসায়ীর কাছে চিঠি দিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে।
গতকাল শনিবার (২ আগস্ট) চাঁদা দাবির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করার পর এই চিঠির বিষয়টি প্রকাশ্যে এসেছে।
চিঠির প্রেরক হিসেবে ‘কিলার গ্যাংয়ে’র নাম (হত্যাকারী দল) উল্লেখ করা হয়েছে।
সংক্ষেপে নিচে লেখা চাঁদা দে নইলে জীবন দে। ওপরে স্লোগান লেখা সন্ত্রাসী সংগঠন।
শুরুতে লেখা রয়েছে- চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারেও সঙ্গে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস, তা হলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ যাতে পরিবার খুঁজে না পায় সেই ব্যবস্থা আমরা করব।
গত (২৪ জুলাই) এই চাঁদা দাবি করা হয়।
চিঠিতে আরো বলা হয়- সার্বিক বিষয় বিবেচনা পূর্বক হত্যাকারী দল তোর কাছে মাত্র ৬০ হাজার টাকা চাঁদা দাবি করছে।
যা আমাদের বিবেচনায় খুবই সামান্য এবং তোর পক্ষে দেওয়া সম্ভব।
আগামী (২৪ জুলাই) বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় তুলার কারখানার সামনে আমতলা কবরস্থানে আম গাছের গোড়ায় তুই একা (কাউকে সঙ্গে আনার চেষ্টা করবি না এবং বেশি চালাকি করার চেষ্টা না করাই তোর এবং তোর পরিবারের জন্য ভালো) টাকার ব্যাগটি রেখে যাবি।
এ ছাড়াও চিঠিতে লেখা হয়- টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
তাই নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে ৭ দিনের মধ্যে দুনিয়া থেকে তোকে বিদায় করে দিবো।
এ বিষয়ে ভুক্তভোগী তুলা ব্যবসায়ী বলেন, আমি নিরাপত্তার জন্য এতোদিন চিঠির কথা বলিনি।
গতকাল শনিবার (২ আগস্ট) ৫ জনকে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার করায় আজকে প্রকাশ করলাম আমি।
তবে নাম ঠিকানা প্রকাশ না করার অনুরোধ করছি।
এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ জানান, একই গ্রুপ চিঠির ১০ টি কপি করে ১০ জায়গায় দেওয়ার জন্য।
আমরা ৫ জনকে গ্রেপ্তার করেছি। তারা স্বীকারোক্তি দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত