ঘাটাইলে অনুষ্ঠিত হলো ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা।


সাগর আহমেদ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ঘাটাইলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।
আজ (৩ আগস্ট) রোজ রোববার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু সাঈদ।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, সমাজ সেবা কর্মকর্তা মো. হান্নান সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
মেলায় মোট ১২টি নার্সারি অংশগ্রহণ করেছে। নার্সারিগুলো ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সরবরাহ করেছে। এ বছর মেলার বিশেষ আকর্ষণ বারোমাসি জাতের আঠামুক্ত কাঠালের চারা। প্রতিদিন সকাল ৯টা থেকে মেলা রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।