খুলনার দিঘলিয়া উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫ ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইডিপি)-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে দিঘলিয়া উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩ আগস্ট ২০২৫ তারিখ শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিঘলিয়া উপজেলার ২০২২ এবং ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সেরা ৩৬ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষার্থী সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আনিস-আর-রেজা, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চল, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আবদুল জব্বার, অধ্যক্ষ, সরকারি এম এ মজিদ কলেজ এবং এস এম ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, খুলনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেওয়া হয়। শিক্ষা উন্নয়নে এমন উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, খুলনা। SHARES সারাদেশ বিষয়: