খুলনায় পিওজে ক্লাবের চারা বিতরণ: শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরিতে কেসিসি প্রশাসকের আহ্বান


মো:শাহীন হাওলাদার,খুলনাঃ
প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) খুলনা জিলা শাখার উদ্যোগে খুলনা জিলা স্কুল ময়দানে আজ ৩ আগষ্ট রোববার সকাল ১০ টায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশন( কেসিসি)’ র প্রশাসক মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গাছের চারা বিতরণ করেন। প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) খুলনা জিলা শাখার সভাপতি পরিবেশ যোদ্ধা, নাগরিক নেতা অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদারের সভাপতিত্বে এবং পরিবেশবাদী সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খুলনা নূরুল হাই মোহাম্মদ আনাছ, বাংলা লিংক এর জোনাল ম্যানেজার জি এম বাশারুল ইসলাম । এসময়ে আরো উপস্থিত ছিলেন আয়োযোক বিদ্যাপীঠ খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, প্রকৃতি ও জীবন ক্লাব ( পিওজে)’ র খুলনা জেলা সমন্বয়কারী ও চ্যানেল আই এর খুলনা প্রতিনিধি দানিয়েল সুজিত বোস ,পিওজে’র কবি রুনা ফেরদৌস, সাংবাদিক মোঃ শাহিন হাওলাদার । এছাড়াও খুলনা জিলা স্কুলের শিক্ষক মন্ডলী এবং পিওজে ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণ কালে প্রধান অতিথি মোঃ ফিরোজ সরকার তার বক্তৃতায় বলেন আমাদের জীবন – জীবিকা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই বেশি বেশি বৃক্ষরোপণের পরিচর্যা এবং সংরক্ষণ করতে হবে।এ ব্যাপারে নতুন প্রজন্মের মধ্যে অভ্যাস গড়ে তুলতে হবে। পৃথিবীর তাপমাত্রা বিগত কয়েক বছরের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ফলস্রুতিতে বরফ গলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।বৃক্ষ আমাদের অক্সিজেনের ভান্ডার, ছায়া সুশীতল একটি বাংলাদেশ গড়তে এবং আমাদের বসবাস উপযোগী একটি পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন আমাদের জীবন ধারণের জন্য সব কিছুই এ পরিবেশ থেকে পেয়ে থাকি। সুতরাং পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের প্রদান কর্তব্য।এ ব্যাপারে তিনি সামাজিক আন্দোলন রুপ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, এ পৃথিবী,এ দেশ আমাদের। এখানকার পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের। তিনি শিক্ষার্থীদের প্রতি গাছের চারা রোপণ এবং নিয়ম করে পরিচর্যার আহ্বান জানান। গাছের চারা বিতরণ শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে কুশল বিনিময় এবং বৃক্ষরোপণে উৎসাহিত করেন। প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) খুলনা জেলা শাখার এ ব্যতিক্রমধর্মী আয়োজনে তিনি উৎফুল্ল প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি এ আয়োজনের সহযোগী সকল প্রতিষ্ঠান কে ধন্যবাদ জ্ঞাপন করেন।