ঢাকা, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় মাদক কারবারি শীর্ষ সন্ত্রাসী ও ছাত্র জনতা হত্যা মামলার আসামি শরিফ মোল্লা গ্রেফতার


প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

বিশেষ প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় শীর্ষ মাদক কারবারি ও ছাত্র- জনতা হত্যা মামলার পলাতক আসামি সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশের চৌকস একটি দল।

জানা যায়, শনিবার (২ আগষ্ট ২০২৫ইং) দিবাগত রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়ার স্থানীয় ওয়াহেদ মোল্লার ছেলে শরিফুল ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি করে মানুষ হত্যা করে, সে ‘জনতা হত্যা’ মামলায় ওয়ারেন্ট ছিলো তার বিরুদ্ধে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এর নেতৃত্বে সিনিয়র (এসআই) মাসুদ আল মামুনের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শরিফুল ইসলাম মোল্লাকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানিয়েছেন, “শরিফুল ইসলাম মোল্লা একজন দুর্ধর্ষ মাদক কারবারি এবং ৫ আগস্টে ছাত্র জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে, এবং আইনি প্রক্রিয়া চলছে।”

এলাকাবাসী তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছে এবং আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ও এসআই মাসুদ আল মামুনসহ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে এই কুখ্যাত মাদক কারবারি শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।