গল্লামারি ব্রিজের নির্মাণ কাজ ও খুলনা সাতক্ষীরা-মহাসড়ক সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ১ নম্বর জলমা ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (১ আগস্ট) বিকাল ৫ টায় জিরো পয়েন্টে মোড়ে মানববন্ধন ১ নম্বর জলমা ইউনিয়নের সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মমিনুল ইসলাম নাসিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মো:শাহীন হাওলাদার,খুলনা।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন
এসময়ে সংগতি জানিয়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, এলাকাবাসীর পক্ষ থেকে সংগতি জানিয়ে বক্তব্য রাখেন শাহিবাগ জামে মসজিদের খতিব উন্নয়ন সংগঠক মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারি, অ্যাডভোকেট মোঃ শাহাবুদ্দীন, ডাঃ রবিউল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম, মাওলানা নাসির উদ্দিন, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ সজিব, জি এম মুরাদ হোসেন, মোঃ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ সাব্বির আহমেদ, মোঃ নুরুল করিম আজাদী, মোঃ মেরাজুল ইসলাম, মোঃ আসাদুল্লাহ প্রমুখ।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বটিয়াঘাটা উপজেলার জিরোপয়েন্ট থেকে ঠিকরাবন্দ হয়ে নিজ খামার বটতলা বাজার এলাকা, কয়রা-পাইকগাছা পর্যন্ত মহাসড়ক ও ময়ূর ব্রিজ এলাকা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলশ্রুতিতে শুধুমাত্র আমাদের অত্র এলাকার বাসিন্দারাই দূর্ভোগের মধ্যে রয়েছেন তাই নয়, সড়কে মারাত্মক দুরবস্থার কারণে খুলনা, সাতক্ষীরাসহ এ অঞ্চলের হাজার হাজার যানবাহন প্রতিদিন সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে। বিশেষ করে চলমান বর্ষা মৌসুমে উঁচুনিচু রাস্তা ও বড় বড় গর্ত পানিতে ভরে থাকার কারণে প্রতিদিনই গাড়ি দুর্ঘটনায় পড়ে, বিকল হয়ে পড়ে থাকে যার ফলে মাঝে মাঝে রাস্তা বন্ধ হয়ে যায়। অত্র অঞ্চলের বিশেষ করে নারী, শিশু, বয়োবৃদ্ধ, কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত মারাত্মক ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হচ্ছেন।
ইতিপূর্বেকার টেন্ডারের কাজ মারাত্মক নিচু মানের হাওয়ায় সড়কের এ অংশটি দ্রুত বিনষ্ট হওয়ায় বিগত প্রায় এক বছর যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং বর্তমান অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করেছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ দ্রুত করার দাবি জানান অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত