নীলফামারী জেলা প্রতিনিধি:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে সম্প্রতি সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহত শিশুদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব, জলঢাকা উপজেলা শাখা।
আজ শুক্রবার (১ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় জলঢাকার আদর্শপাড়া জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। আবেগঘন ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব এবিএম সারেয়ার রাব্বি, বাংলাদেশ প্রেস ক্লাব জলঢাকা শাখার সভাপতি জনাব গোলাম রব্বানী ডলার, সাধারণ সম্পাদক শাহজাহান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সহ-সভাপতি মাহমুদ আল হাসান, রিপোর্টার্স ইউনিটি জলঢাকা শাখার সহ-সভাপতি জসিনুর রহমান, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মিলনসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
দোয়া মাহফিলে বিশেষভাবে জলঢাকার কৃতি সন্তান মাহেরীন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও, দুর্ঘটনায় আহত শিশুদের দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত