সাতক্ষীরার দেবহাটায় র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৫ মোঃ হাফিজ, বুরো চিফ, সাতক্ষীরা: দীর্ঘদিন পলাতক থাকার পর সাতক্ষীরার দেবহাটার হাদীপুর গ্রামের মোঃ হাফিজুর রহমানকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব। খুলনা সদর থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই আসামিকে ১ আগস্ট রাতে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানি ও র্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকা থেকে আটক করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরার দেবহাটা থানার হাদীপুর গ্রামের মোঃ রশিদ আলী গাজীর ছেলে। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, সমাজে মাদক ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। SHARES অপরাধ বিষয়: