ঢাকা, ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৭ হিজরি

“আমরা পিআর নয়, মানুষ যা চায় তা-ই চাই” — সালাউদ্দিন টুকু


প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৫

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “আমরা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নয়, মানুষের কাছে গ্রহণযোগ্য সেই নির্বাচন ব্যবস্থা চাই, যেখানে মানুষ নিজ এলাকার প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে।”

শুক্রবার (১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, “বর্তমান পিআর পদ্ধতির আলোচনার আড়ালে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাই আমরা বলি না যে আমরা ক্ষমতায় যাব, বরং বলি—মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই।”

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলে, ‘ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে।’ টাঙ্গাইলে ভোট দিয়ে নোয়াখালীর এমপি আসবে—এটা তো হতে পারে না। তাই আমরা চাই, এলাকার মানুষই তাদের প্রতিনিধি নির্বাচিত করুক।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্যা ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল। আরও উপস্থিত ছিলেন দ্যা প্রেসিডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর জুলফিকার আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিএনপি নেতৃবৃন্দ।