আলমগীর মোল্লা, স্টাফ রিপোর্টারঃ
“২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান ছিল একটি গণতান্ত্রিক বিপ্লব। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান। সে দিনটি ছিল জাতির জন্য বিজয়ের দিন, আনন্দ-উল্লাসে মেতে উঠেছিল সারা দেশ।” — এমন মন্তব্য করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ একেএম ফজলুল হক মিলন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পার্টি অফিসে ৫ আগস্ট ‘বিজয় র্যালি’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার মো. হুমায়ুন কবির।
সভায় আরও উপস্থিত ছিলেন: গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু, সালাহ উদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, গাজীপুর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা।
ফজলুল হক মিলন বলেন, “১৭ বছর ত্যাগ, জেল-জুলুম সহ্য করে আজকের এই আলো দেখেছি। এখন ভুল করলে সব হারিয়ে যাবে। কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে, সকল ভেদাভেদ ভুলে, ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে।”
সভা থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ৫ আগস্ট বিকেল ৩টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ থেকে বিএনপির আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত