নরসিংদীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা অনুষ্ঠিত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫ তালাত মাহমুদ,নরসিংদী প্রতিনিধি: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে আজ নরসিংদী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি জনাব খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: এডভোকেট বাসেত ভূঁইয়া, আবুল কালাম আজাদ, এডভোকেট নজরুল ইসলাম, আওলাদ হোসেন মোল্লা, এডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া (সভাপতি, নরসিংদী জেলা আইনজীবী সমিতি),আবদুর রউফ ফকির রনি এবং এডভোকেট উম্মে সালমা মায়া। পদযাত্রায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল সদস্য, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন। আয়োজনে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নরসিংদী জেলা শাখা। SHARES সারাদেশ বিষয়: