গফরগাঁও এসএসসি-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
গফরগাঁও উপজেলা এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে গফরগাঁওয়ের খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার (৩১জুলাই) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. মোফাখখারুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা রওশন আরা খান।
অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানান। তারা শিক্ষার্থীদের একাগ্রতা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ওপর জোর দেন এবং দেশের ভবিষ্যৎ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি একটি অনুপ্রেরণাদায়ী পরিবেশ সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও উদ্দীপনা জাগিয়ে তোলে।