হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইয়া মুসাকে ফুল দিয়ে বরণ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫ হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইয়া মুসাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করেছেন অত্র মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা। ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার অফিস কক্ষে এক আয়োজনের মাধ্যমে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক-কর্মচারীরা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকার প্রত্যাশা করেন। এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন– মোঃ আব্দুস সাত্তার ভূইয়া – সদস্য সচিব মোঃ আব্দুল হামিদ সরকার – অভিভাবক সদস্য মোঃ আলাউদ্দিন – সাধারণ শিক্ষক সদস্য সভাপতি মোহাম্মদ ইয়া মুসা হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের কৃতি সন্তান, মোঃ বাচ্চু মিয়া মেম্বারের জ্যেষ্ঠ পুত্র। তিনি একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইয়া মুছা বলেন, “এমন একটি ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য এক গর্বের বিষয়। আমি শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মাদ্রাসাটিকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আগামী দিনে আরও সমৃদ্ধ ও সফল হবে ইনশাআল্লাহ।” এসসয় আরো উপস্থিত ছিলেন, মোঃ মোখলেছুর রহমান বাবু, যুগ্ম-আহবায়ক, হোমনা উপজেলা যুবদল, মোঃ শাইজুদ্দিন শাজু, আহবায়ক, হোমনা উপজেলা ছাত্রদল, মোহাম্মদ আলী, যুগ্ম-আহবায়ক, পৌর ছাত্রদল। অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটির নেতৃত্বে মাদ্রাসা আরও উন্নতির পথে এগিয়ে যাবে। SHARES সারাদেশ বিষয়: