হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইয়া মুসাকে ফুল দিয়ে বরণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইয়া মুসাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করেছেন অত্র মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা।
৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার অফিস কক্ষে এক আয়োজনের মাধ্যমে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক-কর্মচারীরা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকার প্রত্যাশা করেন।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন–
মোঃ আব্দুস সাত্তার ভূইয়া – সদস্য সচিব
মোঃ আব্দুল হামিদ সরকার – অভিভাবক সদস্য
মোঃ আলাউদ্দিন – সাধারণ শিক্ষক সদস্য
সভাপতি মোহাম্মদ ইয়া মুসা হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের কৃতি সন্তান, মোঃ বাচ্চু মিয়া মেম্বারের জ্যেষ্ঠ পুত্র। তিনি একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ হিসেবে এলাকায় সুপরিচিত।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইয়া মুছা বলেন, “এমন একটি ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য এক গর্বের বিষয়। আমি শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মাদ্রাসাটিকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আগামী দিনে আরও সমৃদ্ধ ও সফল হবে ইনশাআল্লাহ।”
এসসয় আরো উপস্থিত ছিলেন, মোঃ মোখলেছুর রহমান বাবু, যুগ্ম-আহবায়ক, হোমনা উপজেলা যুবদল, মোঃ শাইজুদ্দিন শাজু, আহবায়ক, হোমনা উপজেলা ছাত্রদল, মোহাম্মদ আলী, যুগ্ম-আহবায়ক, পৌর ছাত্রদল।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটির নেতৃত্বে মাদ্রাসা আরও উন্নতির পথে এগিয়ে যাবে।