মেহেরপুরে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন ও কমিটি পরিচিতি দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫ স্টাফ রিপোর্টারঃ মেহেরপুর জেলা হেযবুত তওহীদের আয়োজনে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন ও জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি সাহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, কুষ্টিয়া আঞ্চলিক সভাপতি জোসেব উদ্দীন এবং কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান সম্পাদক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে ২২ সদস্যবিশিষ্ট মেহেরপুর জেলা হেযবুত তওহীদের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন সাহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদ। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় নারী সম্পাদক জেরিন সাইয়ারা, মেহেরপুর জেলা নারী সম্পাদক তানজিমা খাতুন রুমা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সম্মেলনের মাধ্যমে জেলার সংগঠনগত কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মত দেন সংশ্লিষ্টরা। SHARES সারাদেশ বিষয়: হেযবুত তওহীদ মেহেরপুর হেযবুত তওহীদ হেযবুত তওহীদ কর্মী সম্মেলন হেযবুত তওহীদ কমিটি হেযবুত তওহীদ ২০২৫ মেহেরপুর জেলা খবর হেযবুত তওহীদ বাংলাদেশ ইসলামী সংগঠন কর্মী সভা