মো.শাহীন হাওলাদার,খুলনা প্রতিনিধি:
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট থেকে নিজ খামার বটতলা বাজার পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে খুলনা নাগরিক সমাজ ও এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত চীফ ইঞ্জিনিয়ার, খুলনা সার্কেল মোঃ জাকির হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগরের সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান মুন্না, সাংবাদিক শাহীন হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরো পড়ুন- খুলনায় বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ, হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বটিয়াঘাটা উপজেলার জিরোপয়েন্ট থেকে ঠিকরাবন্দ হয়ে নিজ খামার বটতলা বাজার পর্যন্ত মহাসড়কটির অবস্থা দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে আছে। এতে শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, খুলনা ও সাতক্ষীরাসহ বৃহত্তর অঞ্চলের হাজারো যানবাহন প্রতিদিন সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে।
বর্ষা মৌসুমে রাস্তার গর্তগুলো পানিতে ঢেকে থাকায় দুর্ঘটনা আরও বেড়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও যানবাহন দুর্ঘটনায় পড়ে, বিকল হয়ে পড়ে থাকে কিংবা রাস্তায় দীর্ঘক্ষণ যানজট তৈরি হয়। নারী, শিশু, শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
আরো পড়ুন - সাতক্ষীরার শ্যামনগরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ
স্মারকলিপিতে আরও বলা হয়, পূর্ববর্তী টেন্ডারের কাজ ছিল নিম্নমানের, যার ফলে অল্প সময়ের মধ্যেই সড়কটি পুনরায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এক বছরের বেশি সময় ধরে সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষতির আশঙ্কা রয়েছে।
সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত