সাতক্ষীরার শ্যামনগরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

মোঃ হাফিজ, বুরো প্রধান সাতক্ষীরাঃ 

সাতক্ষীরার শ্যামনগরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সাতক্ষীরা শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় জন সাধারণ শ্যামনগর পৌর সদরে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

এর আগে সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রস্তাবনা প্রকাশের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকাজুড়ে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। একপর্যায়ে রাত সাড়ে আটার দিকে বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল শুরু করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিলিকারীরা ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানবো না’, ‘শ্যামনগর আসন ছিল, শ্যামনগর থাকবে’, পুনর্গঠন সিদ্ধান্ত বাতিল করো করতে হবে’, স্লোগান দিতে থাকে। পরবর্তীতে জেসি কমপ্লেক্স চত্ত্বরে পথসভা করে বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়ামন কবীর, জেলা বিএনপির সদস্য জিএম লিয়াকত আলী, প্রাক্তন চেয়ারম্যান সাদেকুর রহমান, শফিকুল ইসলাম দুলু, রফিকুল ইসলাম প্রমুখ।