ধনবাড়ীতে কুকুরের কামড়ে ২৫ জন আহত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫ জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১ শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ধনবাড়ী উপজেলার বিলাশপুর, হারিনাতেলী, নল্যা মাধববাড়ী এলাকায় একটা পাগলা কুকুর এলোপাথারিভাবে মানুষকে কামড়াতে থাকে।এতে ২৫ জন আহত হন। এদের মধ্যে- ১০ জন শিশু, ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতদের অধিকাংশই ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত হওয়া ৪ বছর বয়সী রায়হানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার জানান, বুধবার সকাল থেকে প্রায় ২৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে এক জনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। SHARES সারাদেশ বিষয়: