আমাদের দেশের সরকার তাত শিল্পকে পিষ্টপোষকতা করতে পারে নাই: নাহিদ ইসলাম দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫ জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি : আমাদের দেশের সরকার তাত শিল্পকে পিষ্টপোষকতা করতে পারেনাই। তাই ভারত সরকার তাত শিল্পের জিআই পন্য নিয়ে গেছে। তা ভারত সরকারকে অবিলম্বে প্ত্যাহার করতে হবে। আমরা তাতশিল্পকে পুনরুদ্ধার করতে চাই। তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষকরা অবহেলিত। আমরা জানি কৃষকরা বাচলে দেশ বাচবে। তাই দেশের কৃষকদের সংগঠিত করা হবে। আমরা বাংলাদেশে খাদ্য সার্বভৌমত্ব অর্জন করতে চাই। আমরা কি উৎপাদন করি। কি ভাবে বন্টন হবে এবং কৃষকরা নেজ্য মূল্য পাবে কি না তার উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নিরালা মোড়ে পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম এ সব কথা বলেন। এ সময় আহবায়ক বলেন, রংপুরের একটি উপজেলায় আমরা কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি, হিন্দুদের বাড়িঘর ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজীকে কটুক্তি করা হয়েছে। আমরা তার বিচার চাই। কিন্তু সেই বিচার হতে হবে আইনের আওতায়। আর আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে কেউ সাধারণ মানুষের প্রতি আঘাত হানে সেই ঘটনাকে আমরা কখনোই মেনে নিবোনা। এ সব ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য রাজনৈতিক ও সাম্প্রদায়িক এবং লুটপাট করা। আর এই রাজনীতি শুরু করেছিলো আওয়ামীলীগ। তারা জমিদখল এবং ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছিলো। রংপুরে যারা এরকম ঘটনা ঘটিয়েছে আমরা তার বিচার চাই। অনুষ্ঠানে উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা চাইনা কোন মিডিয়া ২৪ পরবর্তী সময়ে আর দালালি করুক। কোন কোন মিডিয়া দালালি করেছেন এবং এখনো করছেন তাদের আমরা পর্যবেক্ষণ করছি। প্রশাসনের যারা এখনো সৈরাচারদের সার্ভ করছেন তাদেরও পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, দক্ষিনাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ন আহবায়ক ডক্টর তাসনিম জারা, উত্তরাঞ্চলের যুগ্ন মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ বিভাগীয় জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। SHARES সারাদেশ বিষয়: