খুলনায় আইডিইবির দোয়া মাহফিল: জুলাই আন্দোলনের শহীদ ও মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

মো:ওয়াসিকুর রহমান,স্টাফ রিপোরটার:

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ ইং আন্দোলনে শহীদ ছাত্র জনতা ও সাম্প্রতিক সময়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছাত্র, শিক্ষক, অভিভাবকদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, (আইডিইবি) খুলনা জেলা শাখার আয়োজনে খালিশপুরস্থ আইডিইবি ভবনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৯ জুলাই , মঙ্গলবার অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আইডিইবি খুলনা জেলা অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটির সম্মানিত আহবায়ক প্রকৌশলী মোঃ সেলিমুল আজাদ ও সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোঃ হায়দার আলী । বক্তারা জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন, সমৃদ্ধ , উন্নত এবং মানবিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান । বক্তারা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ ইং আন্দোলনে শহীদ ছাত্র জনতা ও সাম্প্রতিক সময়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছাত্র, শিক্ষক, অভিভাবকদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইডিইবি খুলনা জেলা  যুগ্ম-আহবায়ক প্রকৌশলী মোঃ মাসুম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ মোঃ নাজমুল কবির, সদস্য (অর্থ) প্রকৌশলী মোঃ ইয়াসিন খান, সদস্য (সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা) প্রকৌশলী মোঃ  নাঈমুর রহমান (আশা), সদস্য (দপ্তর ও গ্রন্থাগার), সদস্য (শিক্ষাও প্রশিক্ষণ) প্রকৌশলী শিবলী নোমান, সদস্য (প্রচার) প্রকৌশলী মোঃ ইমরান বিশ্বাস, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সদস্য (কাউন্সিল) প্রকৌশলী মোঃ লুৎফুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম, প্রকৌশলী মোঃ কাজী মহিউদ্দিন, প্রকৌশলী সৈয়দ মোজাম্মেল হোসেন, প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু, প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান মনি প্রমূখ। এছাড়া জেলা আইডিবির অন্যান্য নেতৃবৃন্দসহ সর্বস্তরের সদস্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আইডিইবি খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ নাজমুল কবির এর শ্রদ্ধেয় শ্বশুর এর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ ইং আন্দোলনে শহীদ ছাত্র জনতা ও সাম্প্রতিক সময়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছাত্র, শিক্ষক, অভিভাবকদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।