বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ
১নং জলমা ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ১নং জলমা ইউনিয়নের প্রশাসননিক কর্মকর্তা (ইউপি সচিব) আবুল কালাম আজাদ কর্তৃক প্রকল্পের অর্থ উত্তোলন সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে গোপনে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২২/০৭/২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার ইউনিয়ানের ৯ নং ওয়ার্ডের নাগরিক বাদল হাওলাদার বাদী হয়ে খুলনা জেলা প্রসাশক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানাযায়,১নং জলমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারপ্যান দেবব্রত মল্লিক ০৭/০৭/২০২৫ইং তারিখে কারাগারে যাওয়ার পর উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বিভিন্ন অর্থ উত্তোলন করেছে। এছাড়া ৫ই আগস্টের পর তৎকালীন চেয়ারম্যান বিধান রায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ স্বাক্ষর জাল করিয়া উত্তোলন করেছে। এই জালিয়াতি কার্যক্রম স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আস্থার উপর মারাত্মক আঘাত করেছে। এই ছাড়াও ইউনিয়ন পরিষদের প্রকল্প স্বজনপ্রীতি করে কাজ করাই অর্থ অর্জন করে। এটি সরকারি অর্থের অপব্যবহার ও দুর্নীতির স্পষ্ট প্রমাণ বহন করে।
তাই এ বিষয়ে একটি সুষ্ঠু তদন্ত পরিচালনা করে, সংশ্লিষ্ট ইউপি সচিবের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরণের অপকর্ম রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য খুলনা জেলা প্রশাসকের অনুরোধ জানিয়েছেন সচেতন নাগরিকগন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত