রাজীব খাঁন,ক্রাইম রিপোর্টার:
রাজশাহীর মোহনপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় ৪০জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা পুরস্কৃত করা হয়েছে। রাজশাহী জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায়, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন এর সঞ্চালনায় ও জেলা শিক্ষা অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আয়েশা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কারিকুলাম ট্রেনিং স্পেশালিস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আখতারুজ্জামান, আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা শিক্ষা অফিসের মাস্টার ট্রেনার হুসনি আরা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান, এছাড়াও
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি,মাদ্রাসা ও কলেজ থেকে আগত প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসএসসি পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত প্রতিটি কৃতি শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনে উত্তম ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে
এসএসসি পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত প্রতিটি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে কৃতি শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনে উত্তম ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। মোহনপুর উপজেলায় ২৫টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সহায়তা অনুদান পান। অতিথিরা বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। যারা আজ পুরস্কার পেয়েছে, তারা শুধু নিজেদের নয়, বরং পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের গর্ব। সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে, পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে। আমরা আশা করি এই পুরস্কার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত