জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি:
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত টাঙ্গাইলের সখীপুরের শিশু শিক্ষার্থী মেহনাজ আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিমান বাহিনী।
সোমবার (২৮ জুলাই) দুপুরে সখীপুর উপজেলার হতেয়া কেরানি পাড়া এলাকায় হুমায়রার কবরস্থানে ফুলেল শ্রদ্ধা জানান বীর উত্তম সুলতান মাহমুদ বিমান ঘাঁটির উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
শ্রদ্ধা নিবেদনের সময় নিহত হুমায়রার পরিবার সদস্যরা বিমান ঘাঁটির নাম হুমায়রার নামে নামকরণের দাবি জানান। তারা বলেন, হুমায়রা ছিল মেধাবী শিক্ষার্থী। তার স্বপ্ন ছিল একজন চিকিৎসক হওয়ার।
বিমান বাহিনীর পক্ষ থেকে হুমায়রার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে কর্মকর্তারা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, "এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বিমান বাহিনী সবসময় জনগণের পাশে আছে। আহতদের চিকিৎসা ও সার্বিক সহযোগিতায় আমরা ২৪ ঘণ্টা কাজ করছি।"
একই দুর্ঘটনায় নিহত মির্জাপুর উপজেলার নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদের কবরে বিমান বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত