মো: শাহীন হাওলাদার, খুলনাঃ
কুরআন শিক্ষা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, আর এ শিক্ষাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার উপর গুরুত্বারোপ করেছেন মানবাধিকার সংগঠক ও নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন। তিনি বলেন, "যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, তার জন্য কুরআন শিক্ষা অপরিহার্য। কুরআন তিলাওয়াত ও বিশুদ্ধভাবে সালাত আদায়ের জন্য কুরআন জানা অত্যন্ত জরুরি।"
গত ২৪ জুলাই রাত সাড়ে আটটায় খুলনা নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেমে পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান রিয়াদুল জান্নাহ হিফজ মাদরাসা (বালিকা শাখা)-তে আয়োজিত সবক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী ৬ জন এবং নাযেরা সম্পন্নকারী ৩ জন ছাত্রীকে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়। সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও তত্ত্বাবধায়ক, বিশিষ্ট আলেমে দ্বীন ও মুফাসসিরে কুরআন মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন।
সবক প্রদান করেন মাদরাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী, অভিভাবক মোঃ আরিফ আহমেদ সহ অন্যান্য অভিভাবকবৃন্দ।
বিশেষ এই আয়োজনে সবক প্রদান শেষে ঢাকা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যা পরিচালনা করেন মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত