জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
ভুল করে উত্তরবঙ্গগামী ট্রেনে উঠে যাওয়ার পর টাঙ্গাইলে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া তিনজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা এই জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী ও রুমেলিয়া সিরাজাম তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র দাশ (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া (২৭)।
টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকা থেকে শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল কোর্ট ইন্সপেক্টর লুৎফর রহমান।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী শুক্রবার রাতে চট্টগ্রাম যাওয়ার জন্য বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে ওঠেন। কিন্তু ভুল করে তিনি উত্তরবঙ্গগামী একটি ট্রেনে উঠে পড়েন। বিষয়টি বুঝতে পেরে রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নেমে পড়েন তিনি এবং ঘটনাটি জিআরপি পুলিশকে জানান।
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ জানান, ওই তরুণীকে ঢাকাগামী ট্রেনে তুলে দিতে জিআরপি পুলিশ দুলাল নামের এক অটোরিকশাচালককে দায়িত্ব দেন। কিন্তু দুলাল সুযোগ নিয়ে তাকে গন্তব্যে না নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে আরও দুই সহযোগী সজিব ও রুপু মিয়াও তাকে ধর্ষণ করে। ভোররাতে তরুণীকে স্টেশনে ফেলে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে ঘারিন্দা রেলওয়ে পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।
টাঙ্গাইল সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, ধর্ষণের শিকার তরুণী নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত