সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে এমপিও থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন।
আজ রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় সদরপুর বেসরকারি মহিলা কলেজের প্রবেশদ্বারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
'বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম'-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন কলেজের শিক্ষক, শিক্ষিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা কলেজ সদরপুরের সভাপতি কাজী বদরুজ্জামান বদু। বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ মান্নান হাওলাদার, প্রভাষক মোঃ লিয়াকত আলী খান, শহিদুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান নূর, মোস্তাফিজুর রহমান, কামরুন্নাহার, সবিতা, ফারজানা কবির, মাহবুব আক্তার, সেলিনা আক্তার, আলোক সরকার, পিয়ন মোঃ খলিলুর রহমান ও মোঃ কবির তালুকদার।
বক্তারা বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারে এবং জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নে অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনো এমপিওভুক্ত হতে পারেননি। ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮’-এ এই স্তরের শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত না করায় তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, সারাদেশে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত না হয়ে মানবেতর জীবন যাপন করছেন। দ্রুত তাদের এমপিওভুক্ত করে ন্যূনতম মর্যাদার সঙ্গে জীবনযাপনের সুযোগ করে দিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত